গোরস্থানে একটু মাটি গজল লিরিক্স || গোরস্থানে একটু মাটি || Gorosthane ektu mati || আনিস আনসারী ||






গোরস্থানে একটু মাটি গজল লিরিক্স

গোরস্থানে একটু মাটি

Gorosthane ektu mati

আনিস আনসারী



শিল্পীঃ আনিস আনসারী
শিল্পীগোষ্ঠীঃ দাবানল

গোরস্থানে একটু মাটি গজলের লিরিক্স

Gorosthane ektu mati Gazal Lyrics

গোরস্থানে একটু মাটি

গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে,
গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ।
আতর, গোলাপ, সুরমা, চন্দন, কাফন নামের দেহ বন্ধন,
আলমারীতে রাখ রে তুলে একটি কোরান পাক,
এক্ষনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।

ভাল, মন্দ, শত্রু, মিত্র কেউবা যদি রয়,
যাবার আগে সবার সাথে দেখা যেন হয়।।
ধরতে তোরে লাগবে ছয়জন,
আপন খুজে পাবি কয়জন!!
একলা পেলে খাবে তোকে চিল শকুন আর কাক,
এক্ষনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।

কাদিস না মন শিশুর মতন,
এমনই তো হয়,
এইযে জীবন খোদার দেয়া ,
তোর তো জীবন নয়।
মাটির খাচায় প্রাণের ময়না,
চিরদিনই আপন রয়না।
পালিয়ে যাবে খাচা ছেড়ে একটু পেলে ফাক,
এক্ষনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।





**********************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url